স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হল দুই বিধানসভা আসনের উপভোট। শাসক- বিরোধী দুই তরফে অভিযোগ- পাল্টা অভিযোগ। ভোট পড়েছে বক্সনগরে ৮৯.২ শতাংশ। আর ধনপুরে ৮৩.৯২ শতাংশ। এদিন প্রায় ১১০ টি কেন্দ্রে নেওয়া হয় দুই আসনের ভোট। সকাল সাত টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ।
নির্দিষ্ট সময়ের পরেও কয়েকটি ভোট কেন্দ্রে চলে ভোট। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে। সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। যদিও বিরোধীদের তরফে বিভিন্ন জায়গায় সকাল থেকে ছাপ্পা ভোট, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সামনে উঠে আসে। অভিযোগ বহিরাগতদের এনে ভোটকে প্রহসনে পরিনত করেছে শাসক দল। এই দুই বিধানসভা কেন্দ্রে মূল লড়াই বিজেপি ও সিপিএম প্রার্থীর মধ্যেই। ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন নারী- পুরুষ সকলেই।
দুই কেন্দ্রের প্রার্থীরা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। দুই আসনের কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে। ধনপুরে আক্রান্ত হয়েছেন বিজেপির কয়েকজন কর্মী। নির্ধারিত সময় শেষে ভোট পড়েছে বক্সনগরে ৮৯ দশমিক ২ শতাংশ। অপরদিকে ধনপুরে ভোট পড়েছে ৮৩ দশমিক ৯২ শতাংশ। দুই কেন্দ্রের গণদেবতাদের রায় বন্দি হল ই ভি এম। এদিন ভোট গ্রহণ শেষে ভোট কর্মীরা ই ভি এম নিয়ে এসে জমা করেন স্ট্রং রুমে। ৮ সেপ্টেম্বর ভোট গণনা। দুই দিন কড়া নিরাপত্তা ব্যবস্থায় স্ট্রং রুমে বন্দি থাকবে ই ভি এম গুলি।