Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপ্রচারে ঝড় তুলতে জনসম্পর্ক অভিযানে গেলেন রাজীব

প্রচারে ঝড় তুলতে জনসম্পর্ক অভিযানে গেলেন রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট :  উপ নির্বাচনে বিরোধীদের এখনো কপালে চিন্তার ভাঁজ। শাসক দলের বিরুদ্ধে এক মঞ্চে আসতে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে নিতে পারেনি। কিন্তু শাসক দল ২০ বক্সনগর ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি। দলের রাজ্য নেতৃত্ব থেকে বিভিন্ন জেলার ও মণ্ডলের নেতৃত্বরা রীতিমতো এই দুই বিধানসভা এলাকায় ঘাটি গেড়ে বসেছে।

বিনা যুদ্ধে শাসক দল বিরোধীদের এক ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ। বৃহস্পতিবার সকালে বক্সনগর মণ্ডলের অন্তর্গত ২৬ নং বুথের দক্ষিণ কলমচৌড়া নতুন কলোনি এলাকায় জনসম্পর্ক অভিযান করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন বক্সনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন, বিজেপি ৬ আগরতলা মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি এইদিন বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে গিয়ে বিজেপি প্রার্থীর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। জনসম্পর্ক অভিযান শেষে বিজেপি দলের এক কার্যকর্তার বাড়িতে অনুষ্ঠিত হয় যোগদান সভা। এই যোগদান সভায় ১৫ পরিবারের ৪৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এইদিন জনসম্পর্ক অভিযানে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি জানান জন সম্পর্ক অভিযানে ব্যাপক সাড়া মিলছে। মানুষ তৈরি হয়ে গেছে বক্সনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য। মানুষ বুঝতে পেরেছে ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি। তিনি আরও জানান সিপিআইএম বিলুপ্তর পথে। আসন্ন উপ নির্বাচনের মধ্যদিয়ে তা প্রমান হয়ে যাবে। মানুষ মুখিয়ে রয়েছে ৫ সেপ্টেম্বর বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য