Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যএক্সপ্রেস ট্রেন থেকে শুকনো গাঁজা সহ আটক বিহারের তিন পাচারকারী

এক্সপ্রেস ট্রেন থেকে শুকনো গাঁজা সহ আটক বিহারের তিন পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : শনিবার সকালে বাধারঘাট রেল স্টেশনের জি.আর.পি.এফ থানার পুলিশ ও আর.পি.এফ জওয়ানরা আগরতলা সিকান্দাবাদ এক্সপ্রেস থেকে ১৭ কেজি শুকনো গাঁজা সহ ৩ যুবককে গ্রেফতার করেছে। তারা গাঁজা গুলি রেল দিয়ে বিহারে পাচার করার চেষ্টা করেছি। পুলিশ জানায়, এদিন সকালবেলা গোপন সূত্রের খবরে অভিযানে সফলতা এসেছে। ধৃতরা, নিতিশ কুমার, রিশু কুমার এবং গুলশান কুমার।

 ধৃত সকলের বাড়ি বিহারে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিন যুবক জানায় গাঁজা গুলি বিহারে নিয়ে যাওয়া চেষ্টা করছিল। সেখানে নিয়ে গাঁজাগুলি বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের। পরে পুলিশ তিন যুবকের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তিন দিনের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তুলে পুলিশ। আদালত ৩ যুবককে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদ চালাবে। রেলকে কাজে লাগিয়ে বহিঃরাজ্যে গাঁজা পাচারের রমরমা চলছে। এবং অধিকাংশ ক্ষেত্রে বহিঃরাজ্যের পাচারকারীরা এই রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

ত্রিপুরার উর্বর মাটিতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গাঁজা চাষ প্রচুর হয়। তাই বহিঃরাজ্যের বাজারে গাঁজার মূল্য অস্বাভাবিক। এর বিনিময়ে পাচারকারীদের মিলছে মোটা অংক। পুলিশ সবকিছু জেনেও না জানার নাটক করে জিআরপিতে বসে থাকছে। তবে আবার মাঝেমধ্যে দু একটি পাচার বাণিজ্য রুখে দিয়ে ফটো সেশন করে পুলিশ। এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত রাখার জন্য দাবি উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য