স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ত্রিপুরায় নেওয়া হয়েছে মাস ব্যাপী কর্মসূচি বিজেপির তরফে। বৃহস্পতিবার বিজেপি ঊনকোটি জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা বলেন প্রধানমন্ত্রী তো দূর, কোন মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। প্রধানমন্ত্রীর ৯ বছরে ত্রিপুরায় সরকারি আবাস, শৌচালয়, গ্যাস সংযোগ বহু মানুষ পেয়েছেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ সারা দেশেই চলছে।ত্রিপুরায় নতুন আরও ঘরের অনুমোদন পাওয়া গেছে। সাংসদ এদিন অভিযোগ করেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার আগের সরকার গুলির অনেক মন্ত্রী দুর্নীতির জন্য জেলে গেছেন। এই রকম একটা পরিস্থিতি থেকে দেশকে সেবা- সুশাসন উন্নয়নের সরকার প্রদান করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রী সভা।
করোনা অতিমারির সময়ে যখন আমেরিকা- ইউরোপের মতো দেশ গুলির উন্নয়নের গতি নিচে চলে গেছে তখন ভারতের মতো উন্নয়নশীল দেশ সেখানে নিজের অর্থনীতিকে ধরে রাখতে সক্ষম হয়েছে। সাংবাদিক সম্মেলনে দাবি করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিজেপির বিধায়করা। সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী ত্রিপুরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।