স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : ঘরে ঘরে জল পৌঁছায় তো দূরের কথা, এলাকায় এখনো পানীয় জলের কোন ব্যবস্থা করতে পারেনি সরকার। তাই পানীয় জলের দাবিতে বিলোনিয়া-আগরতলা সড়ক অবরোধ প্রমিলা বাহিনী। জানা যায় বিলোনিয়ার ভারত চন্দ্র নগর ব্লকের এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের মনুরমুখ জয়নগর এলাকার মহিলারা এইদিন সড়ক অবরোধে সামিল হয়।
এইদিন তারা খালি কলসী হাতে নিয়ে বিলোনিয়া-আগরতলা সড়ক অবরোধে বসে। মহিলাদের দাবি এলাকায় ৩০ টি পরিবার থাকার পরেও কোন পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না। এ বিষয়ে প্রধান থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিতে বহুবার অবগত করা হয়েছে। সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে ছোট বড় বহু যানবাহন।
সড়ক অবরোধের খবর পেয়ে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান ঘটনাস্থলে ছুটে যান। অবশেষে ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে প্রমিলা বাহিনী।