স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : বহু জল ঘোলা করার পর সামাজিক মাধ্যমে এসে তিপ্রাসাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, কারোর কুশপুত্তলিকা দাহ, কিংবা কারোর ছবিতে থুতু না ফেলার জন্য তিপ্রাসাদের প্রতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি কার্যকারিনী বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নাকি দলীয় কার্যকর্তাদের প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কে মহারাজা না বলার জন্য পরামর্শ দিয়েছিলেন। পরবর্তী সময়ে কার্যকারিনীর মত সেই গোপন বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে চলে আসে। যার কারণে রাজ্য রাজনীতির পারদ সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে।
মুখ্যমন্ত্রীকে জড়িয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। পুরানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ও। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে তার নিজের বক্তব্য থেকে সরে আসার জন্য ও দাবি তোলা হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যান রাজবাড়ীতে। তিনি খোঁজখবর নেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মনের শারীরিক অবস্থার। বেশ কিছুটা সময় প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর শুরু হয়ে যায় আরো একবার জল ঘোলা করার প্রক্রিয়া। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও জানেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন শারীরিকভাবে অসুস্থ। তাই বৃহস্পতিবার রাতে মহারাজা প্রদ্যোত কিশোর দেব বর্মনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজবাড়ীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এটা করছেন তাতে মুখ্যমন্ত্রীর মন্তব্য করার মত কিছুই নেই। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যাচ্ছেন দিল্লিতে। সেখানে নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দেবেন তিনি। যেখানে থাকবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্য গুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক বার্তায় জানিয়েছেন তিনি তিপ্রাসা এবং তিপ্রা মাথাকে অনেক বেশি ভালোবাসেন। তারা যাতে কারোর কুশপুত্তলিকা দাহ না করেন এবং কারোর ছবিতে যাতে থুতু না ফেলেন। এর জন্য তিপ্রাসাদের পরামর্শ দিয়েছেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মন। পরিবেশ শান্ত রাখার দায়িত্ব যেমন দলীয় কর্মী সমর্থকদের, ঠিক ততটাই দায়িত্ব রয়েছে রাজনৈতিক নেতা-নেত্রীদেরও। রাজনৈতিক সুরসুরি যেকোনো ইসুকেই যে বড় করে তুলতে পারে সেটা সকলকেই মাথায় রাখা উচিত বলে ধারণা শুভ বুদ্ধি সম্পন্ন মহলের।