স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : গত সোমবার কলেজ থেকে ফেরার পথে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এক কলেজ ছাত্রীকে। এরপর বাইপাশ সড়কে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে কলেজ ছাত্রীর উপর গনধর্ষণ সংগঠিত করা হয়। মঙ্গলবার গুরুতর অবস্থায় উদ্ধার হয় কলেজ ছাত্রীটি।
বর্তমানে জিবিতে চিকিৎসাধীন। এই গনধর্ষণ কান্ডে এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। গনধর্ষণ কান্ডের তদন্ত করতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্য তথ্য। সেই মোতাবেক আরো একজনকে আটক করা হয়েছে। পলাতক এক অভিযুক্ত প্রসেনজিৎ পাল। কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সুদীপ ছেত্রীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয় ৫ দিনের রিমান্ড চেয়ে। আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাথায়। এদিনই টি আই প্যারেড করানোর কথা ছিল। কিন্তু নির্যাতিতা এখনও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকায় তা সম্ভব হয়নি। এদিকে ঘটনায় আরেক অভিযুক্ত প্রসেনজিত পালকে পালিয়ে যেতে সাহায্য করা এবং আই পি এল ব্যাটিং কান্ডে তার কাকা লক্ষ্মন পালকেও আদালতে তোলা হয়। আদালত তাকে ৫ দিনের জেল হাজতে পাঠায়। দুইজনকেই ১৬ মে ফের আদালতে তোলা হবে। একথা জানান সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর।