Saturday, March 22, 2025
বাড়িরাজ্যঅনশনে বসতে পরিষ্কার করা হচ্ছে জাতীয় সড়ক, হুঁশিয়ারি প্রদ্যোতের গলায়

অনশনে বসতে পরিষ্কার করা হচ্ছে জাতীয় সড়ক, হুঁশিয়ারি প্রদ্যোতের গলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : সাংবিধানিক দাবি আদায়ের জন্য অনশনে বসবে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। বুধবার দিনভর বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কের দুপাশ জেসিবি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় তিপ্রা মথার। ললিপপের উপর আস্থা হারাচ্ছে প্রদ্যোত কিশোর দেববর্মণ। বুধবার বিমানবন্দরে পা রেখে আন্দোলনের হুঁশিয়ার দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের গলায়। ভোটের ফলাফলের আগে তিপ্ৰা মথার দাবি ছিল, গ্রেটার তিপরাল্যান্ড। যদিও কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার স্পষ্ট জানিয়েছে কোনও অবস্থায় ত্রিপুরা ভেঙে আলাদা রাজ্য বা স্বশাসিত এলাকা গঠন করা হবে না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ও অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা নির্বাচনের আগেই বলেছেন। তাঁরা বলছেন জনজাতিদের এলাকার উন্নয়ন নিয়ে বিজেপি সহানুভূতিশীল। ভোটের ফলাফল বের হওয়ার পর কেন্দ্রীয় হাই ভোল্টেজ নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করে পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসলেও সাংবিধানিক বিভিন্ন দাবি তুলে ধরেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। সেই দাবি পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোবাগ্রা প্রদ্যোত-কে ত্রিপুরা থেকে দিল্লি নিয়ে আলোচনায় বসে জটিলতা কাটাতে পারে নি। কেন্দ্রীয় ললিপপের উপর হতাশাগ্রস্থ হয়ে বুধবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছেন, নিজের জন্য কোন কিছু চায় নি।

শুধু মাত্র চেয়েছেন জনজাতিদের জন্য। ভারত সরকার দিতে না চাইলে এইটা ভারত সরকারের বিষয়। যদি ভারত সরকার ওনাদের দাবি পূরণ করে তাহলে ভারত সরকারকে স্বাগত জানানো হবে। ভারত সরকার দাবি পূরণ না করলে তিপ্রা মথা বিরোধী আসনে থাকবে। আর বিরোধী আসনে বসে কি করা যায় তা তিপ্রা মথা ভালো করে জানে। এমনটা জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুোৎ কিশোর দেববর্মণ। তিনি আরও বলেন ভারত সরকার দাবি পূরণ না করলে দলের নেতা, নেত্রী, বিধায়ক ও এমডিসি-দের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লি থেকে অনেক ফোন এসেছে। কিন্ত দলের বিধায়ক, এমডিসি ও নেতা নেত্রীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এদিকে প্রদ্যোতের আমরণ অনশনের হুঁশিয়ারি বার্তায় রাজ্য রাজনীতি সরগরম। সৃষ্টি হয়েছে আলোড়ন। পাহাড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়া মুখ্যমন্ত্রীর জন্য মূল পরীক্ষা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য