স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ মার্চ: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।বুধবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ট্রিগ কাউন্টিতে ঘটনাটি ঘটে বলে মার্কিন সেনাবাহিনীর ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ।বৃহস্পতিবার ভোররাতে ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই। কমান্ড এখন সেনাদের ও তাদের পরিবারের দিকে মনোযোগ দিচ্ছে।”
হেলিকপ্টার দুটি ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের (বিমান হামলা) অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল ট্রিগ কাউন্টি ফোর্ট ক্যাম্পবলের পশ্চিম দিকে।কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, হতাহতের ঘটনা প্রত্যাশিত।এক টুইটে বেশিয়ার বলেছেন, “ফোর্ট ক্যাম্পবেল থেকে আমরা কিছু কঠিন খবর পেয়েছি, প্রাথমিক প্রতিবেদনগুলোতে হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানানো হয়েছে এবং হতাহতের ঘটনা প্রত্যাশিত।”স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দুটি এইচএইচ৬০ ব্ল্যাকহক হেলিকপ্টার ‘নিয়মিত প্রশিক্ষণ মিশন’ চলার সময় বিধ্বস্ত হয় এবং এতে নয়জন নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা প্রকাশ করা হয়েছে।১০১তম এয়ারবোর্ন ডিভিশন মার্কিন সেনাবাহিনীর একটি আক্রমণ ডিভিশন যা ‘স্ক্রিমিং ঈগলস’ নামে পরিচিত। এটি সেনাবাহিনীটির একমাত্র আক্রমণ ডিভিশন তাদের বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠানো হয়।