Sunday, January 19, 2025
বাড়িরাজ্যআহত কর্মীদের জিবিতে দেখতে গেলেন বিরোধী দলনেতা

আহত কর্মীদের জিবিতে দেখতে গেলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  বিজেপি প্রশিক্ষিত বাহিনীর হাতে গুরুতর আহত দুই সিপিআইএম কর্মীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ঘটনার বিবরনের জানা যায় রবিবার ক্যাম্পের বাজার এলাকায় সিপিআইএমের বাধারঘাট অঞ্চল কমিটির পক্ষ থেকে একটি জাঠা মিছিলের আয়োজন করা হয়েছিল।

 মিছিলকে কেন্দ্র করে কর্মীরা জমায়েত হওয়ার পর তাদের উপর বিজেপির বাইক বাহিনী আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হন সুজয় সরকার এবং বাবুল বণিক নামে দুই সিপিআইএম কর্মী। ভাঙচুর করে বহু বাইক সহ দলীয় প্রচার সজ্জা। পরবর্তী সময়, পরবর্তী সময় এ ডি নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে দুজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। পরবর্তী সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এদিন একটি মিছিল সংঘটিত করার উদ্যোগ নিয়েছিল সি পি আই এম কর্মী সমর্থকরা। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি না পেয়ে ২০-২৫ জন সি পি আই এম কর্মী যখন বাড়ি ফিরে যাচ্ছিল।

তখন ক্যাম্পের বাজার স্বাবলম্বন অফিসের সামনে আসতে ৩৫-৪০ জন তাদের উপর হামলে পড়ে। যারা আক্রমণ সংগঠিত করেছে তাদের সকলে মুখে কালো কাপড় বাধা ছিল। এবং আহত দুই কর্মীকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিজেপির প্রশিক্ষিত বাহিনী। এটাই বর্তমান জোট সরকারের সুশাসন বলে কটাক্ষ করলেন মানিক সরকার। মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরার আইন-শৃঙ্খলা অত্যন্ত ভালো জায়গায় রয়েছে, তাহলে এটা কি আইন-শৃঙ্খলার ভালো জায়গার নিদর্শন ? এ বিষয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। আরো বলেন মুখ্যমন্ত্রী অনবরত ত্রিপুরার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে বলায় বিজেপি দুর্বৃত্তরা উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করছে। আর আগরতলা শহরের বুকে যদি এ ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে রাজ্যের অন্যান্য প্রান্তের অবস্থা কি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মানুষ এগুলি দেখছে, শুনছে। তাই মুখ্যমন্ত্রী এগুলি আর প্রতিহত করতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য