Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যজহরলাল নেহেরুর জন্মজয়ন্তী উদযাপন

জহরলাল নেহেরুর জন্মজয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : সোমবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী। এদিন জহরলাল নেহেরু -র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপালের রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, ১৮৮৯ সালের পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম হয়েছিল। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষে রূপকার ছিলেন। তিনি দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। যা বর্তমান নরেন্দ্র মোদীর সরকার সর্বনাশ করে দিয়েছে। এবং দেশের সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। যা অত্যন্ত বেদনাদায়ক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়। তিনি আরো বলেন আজকের দিনে জহরলাল নেহেরুর চিন্তাধারা বাস্তবায়ন করা দেশের মধ্যে অত্যন্ত জরুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য