স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডি ওয়াই এফ আই সদর বিভাগের উদ্যোগে এদিন ছাত্র যুবক ভবনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। তিনি রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করে বলেন ডি ওয়াই এফ আই -র এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান শিবির মানবসেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক।
তাই উদ্যোক্তা এবং রক্তদাতাদের অভিনন্দন জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর আগে ত্রিপুরা রাজ্যে রক্ত সংগ্রহ করা ব্যবস্থার ছিল না। বহির্রাজ্য থেকে রক্ত সংগ্রহ করে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হতো। সেই রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো হতো। কিন্তু ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রক্ত সংগ্রহ করার ব্যবস্থা করে একপ্রকার ক্যালেন্ডার সূচী তৈরি করা হয়। এবং এই সূচিতে শ্রমিক ছাত্র যুবক সকলের এগিয়ে আসতে শুরু করে। এ রক্তদানের মধ্য দিয়ে রক্ত সংকটের চাহিদা পুরোপুরিভাবে মেটানো সম্ভব হতো।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিজেপি সরকার ছাত্র যুবদের রক্তদানে উৎসাহিত করার কোন লক্ষ্য নেই, বরং বাম ছাত্র যুব সংগঠনগুলির রক্তদান শিবিরে বাধা সৃষ্টি করছে এবং আক্রমণ নামিয়ে আনছে। তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ পরিস্থিতিতেও বাম ছাত্র যুবরা বসে থাকবে না। মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির সংগঠিত করবে বলে জানান তিনি। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটি সম্পাদক রতন দাস, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।