Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যখোয়াই জেলা হাসপাতালে দ্বিতীয় সফলতা

খোয়াই জেলা হাসপাতালে দ্বিতীয় সফলতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর :  সফলতার দ্বিতীয় মাইলস্টোন অতিক্রম করে দেখাল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল। খোয়াই জেলা হাসপাতালে এই নিয়ে দ্বিতীয় বার সফলতার সঙ্গে বড় অস্ত্র পাচার সুসম্পন্ন করল। খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকরা জানান, কল্যাণপুর এলাকার বাসিন্দা রণকিশোর দেববর্মার ১৪ বছর সীমা দেববর্মা গত ২৪ আগস্ট সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ডান পায়ের ফিমার অর্থাৎ উরুর হাড় ভেঙে যায়।

 এই দুর্ঘটনা পর রণ কিশোর দেববর্মা উনার মেয়েকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। খোয়াই জেলা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক আমন দেববর্মা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন মেয়েটির ডান পায়ের উরুর হাড় ভেঙ্গে একটির উপর আরেকটি উঠে গেছে। যেই অবস্থায় আছে বড় রকমের অস্ত্রপ্রচারের প্রয়োজন। যথারীতি একদিনের মধ্য দিয়ে খোয়াই জেলা হাসপাতালে আয়ুষ্মান করা হয়। অবশেষে সোমবার দুপুরে সেই আয়ুষ্মান কার্ডের সুবিধার মাধ্যমে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের প্রচেষ্টায়  অস্ত্রপ্রচার করানো হয়। তাতে চিকিৎসকদের এই অস্ত্রপ্রচার সম্পূর্ণ করতে সময় লাগে এক ঘন্টা বলে জানান তারা। অস্ত্রপ্রচার সম্পূর্ণ ভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন শল্য চিকিৎসক আমন দেববর্মা।

গোটা বিষয়টিকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালের, মেডিকেল সুপার শরদিন্দু রিয়াঙ্গ সংবাদ মাধ্যমকে জানান এদিন সন্ধ্যায়। এর আগেও খোয়াই জেলা হাসপাতালে ঠিক একই রকম এমনই একটি জটিল অস্ত্রপ্রচার করা হয়। গত ১৮ ই আগস্ট ৬৫ বছরের এক মহিলার হীপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় সফলতার সাথে। এমনটাই জানিয়েছেন মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য