Tuesday, October 8, 2024
বাড়িখেলাস্টার্লিংকে নতুন কিছু বলার নেই চেলসি কোচের

স্টার্লিংকে নতুন কিছু বলার নেই চেলসি কোচের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ আগস্ট: স্টার্লিংকে নিয়ে এই আলোড়নের শুরু ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির প্রথম ম্যাচের পর। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্র সফরে ছয় ম্যাচের সবকটিতেই খেলানো হয়েছে এই উইঙ্গারকে। কিন্তু লিগের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির পক্ষে দলে রাখা হয়নি তাকে।শেষ নয় সেখানেই। কনফারেন্স লিগের প্লে অফ ম্যাচের আগে মূল স্কোয়াডের সঙ্গে অনুশীলনেও রাখা হয়নি স্টার্লিংকে। ২০ জন ফুটবলার ছিলেন বুধবারের অনুশীলন সেশনে। বাকিদের সঙ্গে আলাদা অনুশীলন করেছেন স্টার্লিং।

চুক্তির অনেকটা বাকি থাকলেও তাই নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্টার্লিং। তাকে নিয়ে ক্লাবের ভাবনার পরিষ্কার একটি চিত্র দেখতে চেয়ে বিবৃতি দিয়েছেন ২৯ বছর বয়সী উইঙ্গার।কিন্তু কোচ মারেস্কার দাবি, স্টার্লিংয়ের কাছে তিনি স্পষ্ট করেই সব তুলে ধরেছেন।“সিটির বিপক্ষে ম্যাচের আগেই রাহিমের সঙ্গে আলাদা করে কথা বলেছি এবং পুরো পরিস্থিতি পরিষ্কার করে ফুটিয়ে তুলেছি। ম্যাচের পর আর ওর সঙ্গে কথা হয়নি। আপাতত সে আলাদা অনুশীলন করছে।”

“রাহিমের সঙ্গে যদি আবার আলোচনায় বসতেই হয়, ঠিক সেসব কথাই বলব, যা এর মধ্যেই তাকে বলে ফেলেছি। নতুন করে কিছুই বলার নেই আমার, কারণ যথেষ্টই পরিষ্কার করে বলেছি আমি।”শুধু স্টার্লিং নয়, মূল দলের সঙ্গে অনুশীলনে রাখা হয়নি বেন চিলওয়েলকেও। মারেস্কা জানালেন, দুজনকেই তিনি পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন। চেলসি কোচ একরকম বুঝিয়েই দিলেন, দুজনের কাউকে দলে রাখতে তিনি আগ্রহী নন।

“আমি বলছি না যে, সে ভালো ফুটবলার নয়। তবে আমি পছন্দ করি ভিন্ন ঘরানার উইঙ্গার। রাহিমকে আমি বলেছি যে, আমাদের দলে মাঠে নামার যথেষ্ট সুযোগ সে পাবে না। চিলওয়েলের ব্যাপারটি হলো, সে দারুণ এক ছেলে। কিন্তু আমাদের দলে সেও মাঠে নামার যথেষ্ট সুযোগ পাবে না। আমি নিষ্ঠুর নই, স্রেফ সত্যটা বলছি।”“পরিস্থিতিটা অবশ্যই স্বস্তিদায়ক নয়… তবে এটা অন্তত তারা জানে যে, এই ক্লাবে থেকে গেলে তারা যথেষ্ট খেলার সুযোগ পপাবে না। কিছুদিনের মধ্যে এই চিত্র বদলাতেও পারে। তারা সামনে তাকাতে পারে এবং এমন এক ক্লাবে যেতে পারে, যেখানে মাঠে নামার সুযোগ পর্যাপ্ত থাকবে।”

ম্যানচেস্টার সিটিতে সাত বছর কাটিয়ে ২০২২ সালে ৬ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের চেলসিতে যোগ দেন স্টার্লিং। যে প্রত্যাশা নিয়ে তাকে আনা হয়েছিল, তারা পুরোপুরি পূরণ করতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৮১ ম্যাচ, গোল করেছেন ১৯টি।ইএসপিএনের খবর, এই ইংলিশ তারকাকে দলে পেতে আগ্রহী ইউভেন্তুস। এছাড়াও আরও দু-একটি ক্লাবও তার দিকে নজর রাখছে বলে গুঞ্জন আছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য