Wednesday, February 12, 2025
বাড়িবিশ্ব সংবাদঅমিতাভের ‘ভুলে’ ১৬ সেলাই পড়েছিল বিনোদ খান্নার চিবুকে

অমিতাভের ‘ভুলে’ ১৬ সেলাই পড়েছিল বিনোদ খান্নার চিবুকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২২ অক্টোবর: দুজনের বলিউডে অভিষেক ঘটেছিল কাছাকাছি সময়ে; তাদের মধ্যে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার এগিয়ে গেছে দ্রুত, নানা কারণে পিছিয়ে পড়েন বিনোদ খান্না। দুজনের মধ্যকার এক ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আনলেন অমিতাভ, যেখানে ভুগতে হয়েছে বিনোদকে। ঘটনাটি ঘটে চার দশক আগে ‘মুকাদ্দর কি সিকান্দার’র শুটিংয়ে; যে সিনেমায় তার একসঙ্গে অভিনয় করেন। তখন অমিতাভের ছোড়া গ্লাসে বিনোদ খান্নার চিবুক কেটে গিয়েছিল, লেগেছিল ১৬টি সেলাই।এত দিন আগের সেই ঘটনায় অমিতাভ নিজে ‘ভুলের’ জন্য অনুশোচনা প্রকাশ করলেন গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে।এত পুরনো ঘটনা অমিতাভ অবশ্য নিজে থেকে জানাননি। কেবিসির সাম্প্রতিক পর্বে হট সিটে বসা প্রতিযোগী সুরুজ দাসের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে আসেন অমিতাভ।কেবিসির ওই পর্বে ১৯৭৮ মাসে মুক্তি পাওয়া প্রকাশ মেহরার সিনেমা ‘মুকাদ্দর কা সিকন্দর’ নিয়ে একটি প্রশ্নের সঠিক উত্তর দেন সুরুজ।সুরুজ অমিতাভের কাছে জানতে চান, ওই সিনেমায় কি অমিতাভ তার বন্ধু বিনোদের দিকে গ্লাস ছুড়ে মেরেছিলেন? আর সে জন্যে কি বিনোদের মুখে ১৬টি সেলাইও পড়ে?বিগ বি ফিরলেন অতীত স্মৃতিতে। বলেন, “ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছিল, ঘটনাটি নিয়ে আমি খুবই দুঃখিত।“চিত্রনাট্য অনুয়ায়ী শটটিতে আমরা পানশালায় বসে মদ খাচ্ছিলাম। আমার মন মেজাজ ভালো ছিল না, কারণ আমার প্রেমিকা অন্য একজনের সঙ্গে চলে গেছে, ঘটনাটি আলোচনা করতে করতে আমি একটি গ্লাস ছুড়ে মারি, সেটা সোজা গিয়ে লাগে বিনোদের থুতনিতে।”কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চন ‘অনুতপ্ত’ গলায় অমিতাভ বলেন, “বিনোদ প্রচণ্ড ব্যথা পায়, থুতনি কেটে রক্তও পড়ছিল। আমরা দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই, সেদিন থুতনিতে ১৬টি সেলাই পড়ে।”ওই দুর্ঘটনার জন্য বিনোদের স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলেন বলে জানান অমিতাভ।দুই দশক আগে শুরু হওয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় এই গেইম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শুরু থেকেই সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। এই শোটি শুধু গেইম শো হিসেবেও সীমাবদ্ধ থাকেনি। প্রতিযোগীদের জীবনের উল্লেখযোগ্য কাজ ও ঘটনা প্রকাশ পাওয়া ছাড়াও অমিতাভ বচ্চনের জীবন ও ক্যারিয়ারেরও নানা অজানা কথাও এই শোয়ের মাধ্যমে জানা যায় মাঝেমধ্যেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য