স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ সেপ্টেম্বর ।।এক সপ্তাহ কেটে গেল। পাকিস্তানের নাটকের ঘনঘটায় ছেয়ে গেছে এশিয়া কাপ। এতসব ঘটনার পরেও নিজের অবস্থানে অনড় ভারতীয় ক্রিকেট দলনেতা সূর্য কুমার যাদব। রবিবার সুপার ফোর এর ম্যাচে টসের সময়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না তিনি। ভারত অধিনায়ক সূর্য কুমার জানালেন, আলাদা করে তিনি পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই ঠান্ডা মাথায় খেলতে হবে। উল্লেখ করা যেতে পারে এবারের এশিয়া কাপ ক্রিকেটের আসরে ভারতীয়দের মধ্যে আবেগ জড়িয়ে রয়েছে জম্মু-কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসবাদীদের ভয়াবহ আক্রমণের ঘটনা। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এর সঙ্গে হাত না মেলানোর মধ্য দিয়ে অদৃশ্য বয়কট চালিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।

