Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়নারী দিবসে সোশাল মিডিয়ায় বড় চমক দেবেন, মোদির ঘোষণা ‘মন কি বাত’-এ

নারী দিবসে সোশাল মিডিয়ায় বড় চমক দেবেন, মোদির ঘোষণা ‘মন কি বাত’-এ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : আগামী ৮ মার্চ জাতীয় নারী দিবস। আর সেদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে সঁপে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মন কি বাত’-এর ১১৯তম পর্বে প্রধানমন্ত্রী এমনটাই জানালেন। পাশাপাশি তাঁর কথায় উঠে এল মহাকাশে ভারতের ‘শতরান’ করার কথা। উঠে এল এআই প্রসঙ্গও।

এদিন মোদি বলেন, ভারতীয় সংস্কৃতির গভীরে প্রোথিত নারীর প্রতি সম্মান। ভারতের স্বাধীনতা সংগ্রাম কিংবা সংবিধান রচনার ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি করেন প্রধানমন্ত্রী। আর তাই জাতীয় মহিলা দিবসে একটি বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী ৮ মার্চ নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম দেশের নারীদের দেবেন তিনি। তাঁরা তাঁদের কাজ ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের জন্য এক মঞ্চ হয়ে উঠবে ওই দিন।
রবিবার ভারত-পাকিস্তান মহারণ দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচের প্রসঙ্গও উঠে আসে মোদির মুখে। তিনি বলেন, ”ভারতকে গ্রাস করছে ক্রিকেট জ্বর। অথচ আমরা মহাকাশে শতরান করেছি।” ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ইসরোর শততম সফল রকেট উৎক্ষেপণের কথা। তাঁর মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় ভারত মহাকাশ বিজ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করতে চায়। সামনেই জাতীয় বিজ্ঞান দিবসও। সেকথার উল্লেখ করে প্রধানমন্ত্রী তুলে ধরেন ‘একদিনের বিজ্ঞানী’র আইডিয়ার কথা। সকলকে একদিনের জন্য বিজ্ঞানী হয়ে বিভিন্ন ল্যাব, তারামণ্ডল বা স্পেস সেন্টারে যেতে উৎসাহ দেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, ”মহাকাশ এবং বিজ্ঞানের মতো, আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে ভারত দ্রুত তার শক্তিশালী পরিচয় তৈরি করছে। এই ক্ষেত্রটি হল AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি, আমি একটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে প্যারিসে গিয়েছিলাম। সেখানে দেখেছি বিশ্ব এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। আমাদের দেশের মানুষ আজ বিভিন্ন উপায়ে এআই ব্যবহার করছে, তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য