Thursday, December 26, 2024
বাড়িজাতীয়বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বড় পদক্ষেপ সিআইএসএফের

বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বড় পদক্ষেপ সিআইএসএফের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ ডিসেম্বরঃ গত কয়েক মাসে ভুয়ো বোমাতঙ্কে জেরবার অবস্থা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির। এই আবহে বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বড় পদক্ষেপ সিআইএসএফের। দেশের ৬৮টি বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে এবার ‘কোয়ালিটি কন্ট্রোল ইউনিট’ চালু করল আধাসেনার এভিয়েশন সিকিউরিটি গ্রুপ (এএসজি)। সিআইএসএফের তরফে বার্তা দেওয়া হয়েছে, দেশের

বিমানবন্দরগুলিতে বিশ্বমানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সুবিধা দিতে নয়া ইউনিট চালু করা হয়েছে।
আধাসেনার এএসজি বা বিমানবন্দর নিরাপত্তা শাখায় কর্তব্যরত প্রায় ৫০ হাজার জওয়ান। দেশের ৬৮টি বিমানবন্দরে তাঁরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে সিআইএসএফের মুখপাত্র জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রালয়ের সংস্থা বিসিএএস বিমানবন্দরগুলির নিরাপত্তা বৃদ্ধিতে যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘কোয়ালিটি কন্ট্রোল ইউনিট’ গঠন করা হয়েছে।


সরকারি হিসাব অনুসারে চলতি বছরে ১৩ নভেম্বর পর্যন্ত ৯৯৪টি বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। এর জেরে বিঘ্নিত হয়েছে স্বাভাবিক পরিষেবা। হেনস্তার শিকার হন বিমানবন্দর ও বিমান সংস্থার কর্মীরা এবং যাত্রীরা। তদন্তে দেখা গিয়েছে, মূলত সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে ভুয়ো বার্তা ছড়ানো হয়েছে। এর পর দ্রুত কঠোর ব্যবস্থা নিতে সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এমনকী বিমান ও বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে আইনে সংশোধনের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কেন্দ্র। এই আবহে বিমানবন্দর নিরাপত্তা শাখায় বিশেষ ইউনিট চালু করল সিআইএসএফ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য