Saturday, December 21, 2024
বাড়িজাতীয়দেবী দুর্গার বোধনের দিনই নতুন রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।

দেবী দুর্গার বোধনের দিনই নতুন রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর : দেবী দুর্গার বোধনের দিনই নতুন রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। আমজনতাকে স্বস্তি দিয়ে এবারও বাড়ানো হয়নি সুদের হার। আবার রেপো রেট কমানোও হয়নি। এই নিয়ে টানা ১০ ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

ষষ্ঠীর সকালে বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। এর আগে পর পর ৯ ত্রৈমাসিকে রেপো রেট বাড়ানো হয়নি। অথচ পাল্লা দিয়ে বাড়ছিল মুদ্রাস্ফীতি। তবে শেষ ত্রৈমাসিকে কিছুটা নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি। এর আগে ৯ ত্রৈমাসিকে যেহেতু রেপো রেট বাড়ানো হয়নি, তাই এবারও বাড়ানো হবে না বলেই মনে করছিল অর্থনৈতিক মহল। সেই প্রত্যাশা মিলে গেল। ভোটের ফলের পরও সুদের হার বাড়ানো হল না।

বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, আগামী ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের মাঝেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষের জন্য আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক কমিটি।

২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। যার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। গত বছর থেকে অবশ্য সেটা থেকে বিরাম মিলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য