Monday, January 13, 2025
বাড়িজাতীয়নির্ভয়া কাণ্ডের ছায়া দেরাদুনে!বাসের মধ্যে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ , তদন্তে পুলিশ

নির্ভয়া কাণ্ডের ছায়া দেরাদুনে!বাসের মধ্যে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ , তদন্তে পুলিশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ অগস্ট :   নির্ভয়া গণধর্ষণের ছায়া দেরাদুনে! তবে চলন্ত বাসে নয় বাস খালি করে পাঞ্জাবের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনায় এই এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতনের শিকার নাবালিকা পাঞ্জাবে মোরাদাবাদের বাসিন্দা। মঙ্গলবার সে বাসে করে দেরাদুনের আইএসবিটি বাস স্টপেজে এসে পৌঁছয়। সেখানে বাস খালি হয়ে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয় সে।

মঙ্গলবার ঘটনাটি ঘটলেও পুলিশ খবর পায় শনিবার রাতে। সেই দিনই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে শারীরিক পরীক্ষা করা হয়। তার পর অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উতপ্ত দেশ। লাগাতার আন্দোলন চলছে সিটি অফ জয়ের রাজপথে। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই দগদগে ক্ষতের উপর এবার দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে এক নাবালিকাকে গণধর্ষণ। কলকাতা কাণ্ডের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণের খবর আসছে। সব মিলিয়ে দেশজুড়ে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য