Friday, January 24, 2025
বাড়িজাতীয় সুপ্রিম কোর্ট আরও দু’জন বিচারপতি পেল

 সুপ্রিম কোর্ট আরও দু’জন বিচারপতি পেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জুলাই:  :-  সুপ্রিম কোর্ট আরও দু’জন বিচারপতি পেল। বিচারপতি এন কোতিস্বর সিং এবং বিচারপতি আর মহাদেবনের সর্বোচ্চ আদালতে নিয়োগে শিলমোহর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এর ফলে শীর্ষ আদালতে শূন্যপদের অবসান হল।

সুপ্রিম কোর্ট কলেজিয়াম আগেই এই দুই বিচারপতির পদোন্নতির সুপারিশ করেছিল। নতুন দুই বিচারপতি নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ বিচারপতিদের সংখ্যা দাঁড়াল ৩৪। অর্থাৎ শূন্যপদের অবসান হল। উল্লেখ্য, মণিপুর থেকে প্রথমবার বিচারপতি হলেন এন কোতিস্বর সিং। বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি তিনি। মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেল বা সরকারি উকিল হন এন ইবোতোম্বি সিং। এই ইবোতোম্বি সিংয়ের ছেলে হলেন বিচারপতি এন কোতিস্বর সিং।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র এন কোতিস্বর সিং আইনজীবী হিসেবে জীবন শুরু করেন ১৯৮৬ সালে। কাজ করেন মণিপুর হাই কোর্ট এবং গুয়াহাটি হাই কোর্টে। বিচারপতি হওয়ার আগে মণিপুর হাই কোর্টে সরকারি কৌশলী বা অ্যাডভোকেট জেনারেল হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে বিচারপতি মহাদেবন বর্তমানে মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত। মাদ্রাজ আইন কলেজের প্রাক্তন ছাত্র আইনজীবী হিসেবে ৯ হাজার কেস লড়েছেন। তামিলনাডুর সরকারি কৌশলী হিসেবেও কাজ করেছেন। ২০১৩ সালে মাদ্রাজ হাই কোর্টে বিচারপতি হিসেব নিযুক্ত হন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য