Wednesday, January 22, 2025
বাড়িজাতীয়দিল্লির কৃষক বিক্ষোভে আরও এক কৃষকের মৃত্যু।

দিল্লির কৃষক বিক্ষোভে আরও এক কৃষকের মৃত্যু।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ ফেব্রুয়ারি: দিল্লির কৃষক বিক্ষোভে আরও এক কৃষকের মৃত্যু। পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় বিক্ষোভ চলাকালীন প্রাণ হারালেন ৬২ বছর বয়সী কৃষক দর্শন সিং। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার সকালে বিক্ষোভ চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই নিয়ে চলতি কৃষক বিক্ষোভে পাঁচজন কৃষকের মৃত্যু হল। এর আগে বুধবার ২৪ বছর বয়সি এক কৃষকের মৃত্যু হয় শম্ভু সীমানায়। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের আরেক কৃষকের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে। এর মধ্যে মৃত্যু হয় আরও এক কৃষকের।
শুধু কৃষক নয়, এই বিক্ষোভ রুখতে গিয়ে রক্ত ঝরছে পুলিশকর্মীদেরও। হরিয়ানা পুলিশ জানিয়েছে, অম্বালায় বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সংঘর্ষে দু’জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত পুলিশকর্মীর সংখ্যা তিরিশেরও বেশি। পুলিশ বলছে, আন্দোলনকারীরা জোর করে দিল্লিতে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই বিক্ষোভ থামাতে গিয়ে কর্তব্যরত দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়।
এদিকে হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে। হরিয়ানা সরকার আবার জানিয়ে দিয়েছে, বিক্ষোভের নামে কোনওরকম সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্তো করা হবে। তবে সেই হুঁশিয়ারির পরও বিক্ষোভে রাশা টানা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য