Thursday, February 13, 2025
বাড়িজাতীয়রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন বক্তা ! হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ!

রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন বক্তা ! হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জানুয়ারি : রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন বক্তা। আর তখনই ঘটল বিপর্যয়। হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ! বিহারের দিহুড়ি গ্রামে দেখা গেল এমনই দৃশ্য।

গয়ার ওই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে ছিলেন প্রাক্তন সাংসদ আলি আনোয়ার আনসারি। এক বক্তা বক্তব্য় রাখার সময় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন। আর তখনই ভেঙে পড়ে মঞ্চ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

যাঁরা মঞ্চে ছিলেন তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন দুর্ঘটনায়। আলি আনোয়ারেরও অল্প চোট লেগেছে। সব মিলিয়ে সাত থেকে আটজন মঞ্চে ছিলেন বলে জানা গিয়েছে। এত দ্রুত মঞ্চ ভেঙে পড়ে যে তাঁরা কেউই নিজেদের বাঁচাতে পারেননি। সোজা মাটিতে পড়ে যান।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন । রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিকে তাকিয়ে গোটা দেশ। গোটা দেশের ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। ২২ তারিখের অনুষ্ঠান ডিডি ন্যাশনালেও সরাসরি দেখা যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য