স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : ফের ভয়ংকর গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় এনকাউন্টারে খতম লস্কর-ই-তইবার জঙ্গি। শুক্রবার নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এই জেহাদি। সেনার আধিকারিক ও পরিযায়ী শ্রমিকদের খুনের অভিযোগ রয়েছে এই জঙ্গির বিরুদ্ধে।
সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শোপিয়ান জেলার ছোটিগাম গ্রামে এক জঙ্গির উপস্থিতির খবর পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই মতো শুক্রবার সকালে ওই অঞ্চলে চিরুনি তল্লাশি শুরু করেন জওয়ানরা। সন্দেহজনক স্থানে পৌঁছতেই জওয়ানদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা ওই জঙ্গি। পালটা আক্রমণ শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় ভয়ংকর গুলির লড়াই। এর পরই এনকাউন্টারে নিকেশ হয় ওই জঙ্গি। ঘটনাস্থল থেকে ওই জেহাদির দেহ উদ্ধার করে সেনাবাহিনী