নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়ন সংক্রান্ত দাবি শুনতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই বিল বাস্তবায়নের আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চ আবেদনকারীকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিল, সেখানে মামলাটি ইতিমধ্যে বিচারাধীন। শুনানির সময় আদালত জানায়, এই আইন সংসদে পাস হয়েছে। এর বিরুদ্ধে আদালত কিভাবে যেতে পারে? এএসজি চেতন শর্মা, কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত হয়ে জানিয়েছেন, এখন এই বিলটি একটি আইনে পরিণত হয়েছে। এই আইনে বলা হয়েছে যে এটি সীমাবদ্ধতার পরে কার্যকর হবে। এরপর আদালত আইনের বিধান বিবেচনা করে বলেন, আবেদনকারীরা দ্রুত এই আইন বাস্তবায়ন করতে চাইলে এরজন্য আইনি বিধান পরিবর্তন করতে হবে। আদালত এই আইনের ৩৩৪এ ধারা লঙ্ঘন করতে পারে না। এটি সীমাবদ্ধতার পরে কার্যকর করা হবে। এরপর আবেদনকারী আবেদনটি প্রত্যাহার করে নেন। এর আগে হাইকোর্টের একক বেঞ্চে আবেদন করেন আবেদনকারী। বিচারপতি সুব্রামানিয়াম প্রসাদের একটি একক বেঞ্চ ১৫ ডিসেম্বর জানিয়েছে, আবেদনকারীর এতে কোনও ব্যক্তিগত আগ্রহ নেই এবং তার এই বিষয়ে একটি পিআইএল দায়ের করা উচিত।