নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এরই বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করেছেন মহুয়া। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে।
লোকসভায় মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন করা’র অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইও বিবিধ অভিযোগ তোলেন। তার ভিত্তিতে বিষয়টির তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। সেই তদন্তের রিপোর্ট গত শুক্রবার লোকসভায় আনুষ্ঠানিক ভাবে পেশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। সেই রিপোর্টের ভিত্তিতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র।