Saturday, February 8, 2025
বাড়িজাতীয়দৈনিক সংক্রমণ সাড়ে ৫ হাজার, লকডাউনের পথে হাঁটছে না দিল্লি

দৈনিক সংক্রমণ সাড়ে ৫ হাজার, লকডাউনের পথে হাঁটছে না দিল্লি


নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স) : করোনা সংক্রমণের পরিস্থিতিতে এখনই দিল্লিতে লকডাউন হবে না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এদিনই জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫০০ জন। শহরে পজিটিভিটি রেট ৬.৪৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৭ শতাংশ। কোভিড ঠেকাতে রাজধানীতে ইতিমধ্যে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়েছে। সরকারি অফিসের কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। বেসরকারি অফিস চলছে ৫০ শতাংশ কর্মী নিয়ে। তবে বাস ও মেট্রো পূর্ণ সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে।

কোভিডের পজিটিভিটি রেট পরপর দু’দিন পাঁচ শতাংশের ওপরে থাকায় মঙ্গলবার বৈঠকে বসেছে দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদ। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া বলেন, “বাস ও মেট্রো ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করবে। তবে মাস্ক ছাড়া কাউকে গণ পরিবহণে উঠতে দেওয়া হবে না।” শহরবাসীর উদ্দেশে তিনি বলেন, “করোনার বিরুদ্ধে মাস্কই আপনার ঢাল।”

অতিমহামারী ঠেকাতে কয়েকদিন আগেই দিল্লিতে জারি হয়েছে ইয়ালো অ্যালার্ট। ২৯ ডিসেম্বর থেকে শহরে নাইট কার্ফু চলছে। সিনেমা, জিম এবং দোকান খুলছে জোড়-বিজোড় নীতিতে। স্বাস্থ্যমন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি শহরে দৈনিক ২০ থেকে ২৫ হাজার মানুষ সংক্রমিত হতে পারেন। তখন হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়বে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য