পানামা সিটি, ২৫ এপ্রিল (হি.স.) : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের বিদেশমন্ত্রী জানান, “একটা প্রতিবেশীর সঙ্গে যুক্ত হওয়া খুবই কঠিন হয়ে পড়ে যখন সে আমাদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদের কার্যকলাপ করে।” জয়শঙ্কর আরও বলেছেন, আমরা বারবার বলে আসছি তাদের কাজে প্রমান করে দেখাতে হবে যাতে সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ না হয়। আমরা প্রতিনিয়তই আশা করি আমরা একদিন এই পর্যায়ে পৌছে যাব।”
সোমবার দু’দিনের সফরে পানামাতে পৌছন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সেখানে বিদেশমন্ত্রকের সঙ্গে যৌথ এক বিবৃতিতে পাকিস্তানকে নিয়ে কড়া ভাষায় জবাব দিলেন এস জয়শঙ্কর। প্রসঙ্গত, কিছু দিন আগেই জম্মু ও কাশ্মীরে পুঞ্চে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ৫ জন জওয়ান। সেই হামলার কয়েকদিনের মধ্যে পাকিস্তানকে কড়া দিয়েছেন জয়শঙ্কর।