Friday, February 7, 2025
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ কোরিয়া সফরে বাইডেন

দক্ষিণ কোরিয়া সফরে বাইডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া সফরে গেছেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া গেলেন তিনি।শুক্রবার মার্কিন বিমান ঘাঁটি ওসানে বাইডেনকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন।

এসময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডিং জেনারেল পল ল্যাকামেরা।সফরকালে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োলের সঙ্গে স্যামসাং ইলেক্ট্রনিক্সের একটি প্লান্টে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।শনিবার তাদের দিনব্যাপী কর্মসূচি রয়েছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট সুক-ইয়োল গত ১০ মে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটিই হবে প্রথম সাক্ষাৎ।প্রেসিডেন্ট সুক-ইয়োল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।দক্সিণ কোরিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আশ্বাস পাবেন বলে আশা করছেন সুক-ইয়োল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য