স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : ‘অভিবাসী’ ভারতীয়দের পায়ে শিকল, হাতে হাতকড়া পরিয়ে দেশে ফেরাচ্ছে আমেরিকা। সেই নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আর এই পরিস্থিতিতে অভিবাসীদের হাতে-পায়ে শিকল পরানোর ভিডিওই নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে হোয়াইট হাউস। ৪১ সেকেন্ডের ভিডিওটি রিটুইট করে এলন মাস্কের প্রতিক্রিয়া, ‘হা হা, ওয়াও!’
যেভাবে আমেরিকা থেকে শিকলবন্দি করে ভারতীয় অভিবাসীদের ফেরানো হচ্ছে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের। মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগও উঠেছে। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়। দুজনের হৃদ্যতাপূর্ণ ছবিও প্রকাশ হয়েছে। তারপরেই দেখা গিয়েছে, আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান। এবার সেই সময়েরই এমন এক ভিডিও প্রকাশ করল ট্রাম্প প্রশাসন। ভিডিওয় অভিবাসীর মুখ দেখা যাচ্ছে না। তবে বিমান ছাড়ার আগে সেখানে তাঁকে কীভাবে হাতকড়া ও শিকল পরানো হচ্ছে তা দেখা যাচ্ছে। পাশে পড়ে রয়েছে অজস্র শিকল ও হাতকড়া ভর্তি বাক্স।
প্রসঙ্গত, এমাসের শুরুতে আমেরিকায় থাকা ৩৩২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় আমেরিকা। সমস্ত অভিবাসীই অভিযোগ করেন, দীর্ঘ সফরে তাঁদের হাত-পা এভাবেই বাঁধা ছিল। সেভাবে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি। জোটেনি খাবার দাবারও। এরপরও আরও দুটি বিমান নেমেছে অমৃতসরে।
কেন আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের কেন্দ্রীয় সরকার বিমান পাঠিয়ে নিয়ে আসছে না? কেন ডোনাল্ড ট্রাম্প সরকারকে সাউথ ব্লক এই বিষয়ে কড়া বার্তা দিচ্ছে না? সেই প্রশ্ন বিরোধীরা ইতিমধ্যেই তুলেছেন। এবার সেই ইস্যুতেই গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী।