Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদনাইজারে সামরিক হস্তক্ষেপে একমত ইকোওয়াস নেতারা

নাইজারে সামরিক হস্তক্ষেপে একমত ইকোওয়াস নেতারা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১২ আগস্ট: নাইজারে সশস্ত্র সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। তবে শক্তি প্রয়োগ হবে ‘শেষ বিকল্প’। দেশটিতে সামরিক অভ্যুত্থান নিয়ে এক বৈঠকের পর জোটের নেতারা এসব কথা জানান।গত বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াস নেতারা বৈঠকে বসেন। সেখানেই ‘স্ট্যান্ডবাই’ সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এ বৈঠকে একমত হন আঞ্চলিক এই জোটের নেতারা। অবশ্য এই বাহিনীর আকার নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইকোওয়াস নেতারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেন, শক্তি প্রয়োগ হবে ‘শেষ বিকল্প’। গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

বৈঠক শেষে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেন, সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখতে অতীতেও বিভিন্ন সময় আফ্রিকার দেশগুলোয় হস্তক্ষেপ করেছে ইকোওয়াস। তিনি বলেন, ‘এখন নাইজারে আমরা একই পরিস্থিতির সম্মুখীন। আমি বলতে চাই, ইকোওয়াস এটা মেনে নেবে না।’আইভরি কোস্টের প্রেসিডেন্ট বলেন, ৮৫০ থেকে ১ হাজার ১০০ সেনার একটি ব্যাটালিয়ন পাঠাবে আইভরি কোস্ট। নাইজেরিয়া ও বেনিন থেকেও সেনা মোতায়েন করা হবে।ইকোওয়াস জোটের সভাপতি ওমর তোরে বলেন, ‘নাইজারের সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখতে ইকোওয়াসের স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েনের বিষয়ে সদস্য দেশগুলো একমত হয়েছে।’ 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য