স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ আগস্ট: নজিরবিহীন তাপমাত্রায় পুড়ছে ইরান। এ সপ্তাহে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।এ অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে বুধ ও বৃহস্পতিবার দেশজুড়ে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ছুটির ঘোষণা দিয়ে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের বিশেষ করে দক্ষিণের বেশিরভাগ নগরীগুলো গত কয়েক দিনে প্রচণ্ড তাপে যেন পুড়ে যাচ্ছে।এ সপ্তাহে দক্ষিণের নগরী আহভাজে তাপমাত্র ৫১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ জারি করা হয়েছে।বুধবার তেহরানের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে বিশ্বের বেশিরভাগ অংশেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণেই এমনটা হচ্ছে।
‘নজিরবিহীন তাপমাত্রায়’ অতিষ্ঠ জনজীবন, ইরানে ২ দিন ছুটি ঘোষণা
সম্পরকিত প্রবন্ধ