Friday, April 26, 2024
বাড়িবিশ্ব সংবাদপুতিনের পর পারমাণবিক বিপর্যয় নিয়ে সতর্ক করলেন মেদভেদেভ

পুতিনের পর পারমাণবিক বিপর্যয় নিয়ে সতর্ক করলেন মেদভেদেভ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ ফেব্রুয়ারি: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের জন্য মিত্রদের অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। রুশ দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ এমন সতর্কবার্তা দেন। আজ সোমবার সংবাদপত্রটি মেদভেদেভের বক্তব্য প্রকাশ করেছে।ইজভেস্তিয়ার বরাত দিয়ে মেদভেদেভের খবর প্রকাশ করেছে রয়টার্স। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু মেদভেদেভ ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অস্ত্রের এ সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে তাতে আলোচনা শুরুর যেকোনো ধরনের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।মেদভেদেভ আরও বলেন, শত্রুরা সে কাজই করছে। বুঝতে চাইছে না যে তারা বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এতে সবার ক্ষতি হবে।বিভিন্ন সময়ে মিত্রদের কাছ থেকে অস্ত্রের সরবরাহ পেয়ে আসছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক বিপর্যয়ের হুমকি নিয়ে আগেও সতর্ক করেছেন। গতকাল রোববার পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর যে সংঘাত চলছে, তা রাশিয়া ও রুশ নাগরিকদের জন্য অস্তিত্বের লড়াই।এরপর মেদভেদেভও এমন আশঙ্কা প্রকাশ করলেন। বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য