Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদআবারও তাইওয়ানের চারপাশে চীনের মহড়া

আবারও তাইওয়ানের চারপাশে চীনের মহড়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯জানুয়ারি: তাইওয়ান প্রণালির চারপাশে আবারও সামরিক মহড়া চালিয়েছে চীন। গতকাল রোববার রাতে এক বিবৃতিতে চীনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় মহড়া।আজ সোমবার স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান এ নিয়ে নিন্দা জানিয়েছে।
গতকাল রাতে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলছে, তাদের বাহিনী তাইওয়ানের চারপাশে সাগর ও আকাশপথে একই সঙ্গে যুদ্ধপূর্ব প্রস্তুতি এবং যুদ্ধকালীন সম্ভাব্য সামরিক পদক্ষেপের মহড়া চালিয়েছে। স্থলভাগ ও সাগরপথে হামলাকে প্রাধান্য দিয়ে এ মহড়া চালানো হয়েছে। বিবৃতিতে চীনা সেনাবাহিনী আরও বলছে, বহিরাগত শক্তি ও তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উসকানিমূলক কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রতিহত করার সক্ষমতা যাচাই করতে এ মহড়া চালানো হয়েছে।আজ এ সামরিক মহড়া নিয়ে চীনের বিরুদ্ধে তাইওয়ান কঠোর নিন্দা জানিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের দাবি, চীন ভিত্তিহীন অভিযোগ করছে। তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চীন ও তাইওয়ান দুই পক্ষের জন্যই জরুরি বলে উল্লেখ করেছে তারা।আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২৪ ঘণ্টায় তাইওয়ানের চারপাশে কার্যক্রম চালানো ৫৭টি চীনা উড়োজাহাজ ও ৪টি নৌজাহাজ শনাক্ত করেছে। এর মধ্যে ২৮টি উড়োজাহাজ তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য