স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ অক্টোবর : অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান, গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পাকিস্তান। আফগান সীমান্তেও ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছিল পাক সেনা। তার জেরে ১৯ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহী গোষ্ঠী নেতার মৃত্যু হয়। বুধবার পালটা প্রত্যাঘাত করল টিটিপি। আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনার কনভয়ে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় দুই অফিসার-সহ ১১ জন পাক আধাসেনার মৃত্যু হয়েছে।
উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় আফগান সীমান্তে ঘটনাটি ঘটেছে। পরিকল্পিতভাবে পাক সেনাকে লক্ষ্য করে রাস্তার দু’পাশ থেকে বোমা ছোড়ার পাশাপাশি গুলি চালায় বিদ্রোহীরা। ঘটনার পর পরই দায় স্বীকার করেছে পাক তালিবান। উল্লেখ্য়, গত মাসে নিজের দেশেই বিমানহানা চালায় পাক সেনা! খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে টিটিপি ‘জঙ্গি’ দমনে একাধিক বোমা ফেলে শাহবাজ শরিফের সেনা। এর ফলে মৃত্যু হয় ৩০ জন সাধারণ নাগরিকের। তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। পাক সরকারের অভিযোগ, টিটিপি-কে পিছন থেকে মদত দিচ্ছে তালিবানশাসিত আফগানিস্তান।
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার হানাদারি নতুন ঘটনা নয়। পারভেজ মুশারফের আমলেও ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। জঙ্গিদমনে চলতি বছরের শুরুতে এবং জুন মাসেও খাইবার পাখতুনখোয়ায় ড্রোন হামলা পাক সেনা। নিরীহ সাধারণদের কথা না ভেবেই সেনা অভিযান চালাচ্ছে বলে অভিযোগ।

