Wednesday, July 9, 2025
বাড়িজাতীয়আহমেদাবাদ বিমান দুর্ঘটনা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা



আহমেদাবাদ, ১২ জুন (হি.স.): আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। দুর্ঘটনায় ‍বহুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানে ২৪২ জন যাত্রী ছিলেন, জানিয়েছে গুজরাট পুলিশ।

গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাট সরকার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং দুটি আপৎকালীন নম্বর (০৭৯-২৩২-৫১৯০০ এবং ৯৯৭৮৪০৫৩০৪) চালু করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পরেই এয়ার ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্টের প্রোফাইল এবং কভার ছবি কালো করে দিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এয়ার ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লাল রঙের লোগো সরিয়ে দেয়। তার বদলে প্রোফাইল এবং কভার ছবি কালো করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা প্রদানে প্রতিশ্রুত বদ্ধ তারা। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য একটি বিশেষ হটলাইন নম্বর: ১৮০০ ৫৬৯১ ৪৪৪ চালু করা হয়েছে।

দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক্সে একটি পোস্ট করে। সেই পোস্টে জানানো হয়েছে, ২৪২ জনের মধ্যে দু’জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ২১৭ জন ছিলেন প্রাপ্তবয়স্ক। ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

বিমানটি বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে, হোস্টেলের একটি ভবন আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে, আরেকটির কাঠামো অনেকাংশেই ভেঙে পড়েছে। হস্টেলে প্রায় ৫০ জন রেসিডেন্ট ইন্টার্ন চিকিৎসকেরা থাকতেন, এদের মধ্যে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্থ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। বিমানটির বিজেনেস ক্লাসের যাত্রী ছিলেন তিনি, দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিমানে বসে থাকা তাঁর ছবি।

এই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মর্মাহত। এটি এক হৃদয়বিদারক বিপর্যয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা জানাই। এই অবর্ণনীয় শোকের মুহূর্তে দেশ তাদের পাশে আছে।

শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি এক ভয়াবহ বিপর্যয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা জানাই। এই শোকের মুহূর্তে দেশ তাঁদের পাশে আছে।

শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোকস্তব্ধ করে দিয়েছে। এটি এমন হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে আমি সকল ক্ষতিগ্রস্তদের পাশে আছি।

শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণকার্য করার জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি এবং যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের চিকিৎসার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করার এবং অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমার সঙ্গে কথা বলেছেন। এই বিমান দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণকার্যে এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। সমবেদনা এবং প্রার্থনা জানাই যাত্রী, ক্রু সদস্য, তাঁদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতি।

শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত। যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা জানাই।

শোকপ্রকাশ করেছেন আম আদমি পার্টির (এএপি) নেতা মনীশ সিসোদিয়া। তিনি জানিয়েছেন, আহমেদাবাদ থেকে হৃদয়বিদারক খবর, ওড়ার সময় একটি আবাসিক এলাকার কাছে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। ধোঁয়া এবং ধ্বংসের চিত্রগুলি চোখে দেখা যাচ্ছে না। আমি প্রার্থনা করি সমস্ত যাত্রী যাতে নিরাপদ থাকেন। ঈশ্বর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এই সময় শক্তি দিক।

শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান ভেঙে পড়েছে। এটি লন্ডন যাচ্ছিল। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি মর্মাহত। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে এবং চিকিৎসা সহ সকল ধরণের সহায়তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

শোকপ্রকাশ করেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আমরা যাত্রীদের পরিবারগুলিকে পূর্ণ সহায়তা প্রদান করছি।

শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানিয়েছেন, আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনা খুবই বেদনাদায়ক এবং এই ঘটনায় আমি মর্মাহত।

শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। যাত্রী এবং ক্রু মেম্বারদের প্রতি আমার সমবেদনা। দৃশ্যগুলি অত্যন্ত হৃদয়বিদারক। সমগ্র দেশ শোকে স্তব্ধ।

শোকপ্রকাশ করলেন কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা হৃদয়বিদারক। যাত্রী ও ক্রু সদস্যদের পরিবারের সদস্যরা যে যন্ত্রণায় ভুগছেন, তা কল্পনাতীত। এই কঠিন সময়ে আমি তাঁদের প্রতি সহানুভূতি জানাই। তিনি আরও বলেন, প্রশাসনের তরফে জরুরি উদ্ধার ও ত্রাণকার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—প্রত্যেকটি প্রাণ মূল্যবান, প্রতিটি মুহূর্ত অপরিসীম। কংগ্রেস কর্মীদের এই দুঃসময়ে ময়দানে নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন ৫৩ জন ব্রিটিশ নাগরিক। এই ঘটনাকে ‘বিধ্বংসী’ বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বৃহস্পতিবার নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ভারতের আহমেদাবাদ শহরে অনেক ব্রিটিশ নাগরিককে নিয়ে লন্ডনগামী বিমানটি ধ্বংস হওয়ার দৃশ্যগুলি অত্যন্ত ভয়াবহ। ঘটনাস্থলের পরিস্থিতির কথা আমাকে জানানো হচ্ছে এবং এই গভীর দুঃসময়ে যাত্রীদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।

বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিপর্যয়ে মৃতদের পরিবার ও নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সহানুভূতি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!