স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ : শোকের ছায়া আফগান ক্রিকেটে। সন্তানহারা হলেন আফগানিস্তানের ক্রিকেটার হজরতুল্লা জাজাই। তাঁর দুবছরের কন্যার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন সতীর্থ করিম জানাত। মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন জাজাই ও তাঁর পরিবারকে।
সোশাল মিডিয়ায় জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু হজরতুল্লা জাজাইয়ের শিশু কন্যার মৃত্যু ঘটেছে। এই দুঃসময়ে জাজাই ও তাঁর পরিবারের জন্য আমার হৃদয় কষ্টে ভারী হয়ে যাচ্ছে। দয়া করে সকলে ওদের জন্য প্রার্থনা করুন। জাজাই ও তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।’
তবে কীভাবে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু ঘটেছে সেটা জানা যায়নি। জাজাই নিজেও বিষয়টা জানাননি। জানাতের পোস্টের মাধ্যমে দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন। দুঃসময়ে অসংখ্য মানুষ তাঁর পাশে দাঁড়াচ্ছেন।