Saturday, March 15, 2025
বাড়িখেলাদীর্ঘ জল্পনার পরে অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস।

দীর্ঘ জল্পনার পরে অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ : আইপিএল শুরু হতে বাকি আর ৮ দিন। দীর্ঘ জল্পনার পরে অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। গত ৭ বছর ধরে দলের সঙ্গে যুক্ত থাকা বিশ্বকাপজয়ী তারকাকে নেতা হিসাবে বেছে নেওয়া হল। উল্লেখ্য, আইপিএলে দিল্লির অধিনায়ক কে হবেন, সেই নিয়ে কয়েকদিন ধরেই চলছিল তুমুল জল্পনা।

মেগা অকশনে ১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই অনুমান করা গিয়েছিল, ভারতীয় উইকেটকিপারকে হয়তো অধিনায়ক করবে দিল্লি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন রাহুল। করেছেন ১৪০ রান। গড়ও ১৪০। ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও আছেন রাহুল। গত তিনবছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার মধ্যে দুবার প্লে অফে গিয়েছিল লখনউ।

কিন্তু দিল্লিতে গিয়ে আর অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাননি রাহুল। দলীয় সূত্রে জানা যায়, ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে রাহুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ও চাইছে, অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখতে।” তারপরেই শোনা যাচ্ছিল, অক্ষর প্যাটেলকে অধিনায়ক করতে পারে। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল দোলের সকালে। মজার ভিডিও প্রকাশ করে দলের তরফে জানানো হল, আসন্ন মরশুমে দিল্লিকে নেতৃত্ব দেবেন টি-২০ বিশ্বকাপজয়ী অক্ষর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!