Thursday, November 21, 2024
বাড়িখেলা২৪ বছর বয়সে হলান্ডের ২৫ হ্যাটট্রিক

২৪ বছর বয়সে হলান্ডের ২৫ হ্যাটট্রিক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ নভেম্বর:   ক্লাব কিংবা জাতীয় দল, মঞ্চ যাই হোক না কেন, প্রতিপক্ষের গোলমুখে সবসময় ভয়ঙ্কর এক নাম আর্লিং হলান্ড। এবার তার ক্ষুণে মানসিকতায় বিধ্বস্ত হলো কাজখস্তান। তারকা স্ট্রাইকারের হ্যাটট্রিকে অনায়াস জয়ে উয়েফা নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে জায়গা করে নিল নরওয়ে।দেশের মাটিতে রোববার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে দাপুটে ফুটবলে ৫-০ গোলে জিতেছে নরওয়ে। ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে তারা।ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা নরওয়ে। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। স্লোভেনিয়া ৮ পয়েন্ট নিয়ে তিনে আর তলানিতে কাজখস্তানের পয়েন্ট ১।

দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি গত মাসে গড়েন হলান্ড। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ছুটে চলা ম্যানচেস্টার সিটি তারকা জাতীয় দলের হয়ে জালের দেখা পেয়েছেন গত ম্যাচেও, স্লোভেনিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পথে।সেই ধারাবাহিকতায় এদিন ২৩তম মিনিটে প্রথম গোলটি করেন হলান্ড। সতীর্থের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি বল পেয়ে জালে পাঠান তিনি। ৩৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর, ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে হলান্ডের এটা ২৫তম হ্যাটট্রিক। এর মধ্যে চারটি দেশের হয়ে।

সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক তিনি করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। আর সালসবুর্কের হয়ে পাঁচটি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চারটি ও মোল্ডার হয়ে একটি।জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে হলান্ডের মোট গোল হলো ৩৮টি। এবারের নেশন্স লিগে এখন পর্যন্ত সাত গোল করে তিনিই তালিকার শীর্ষে।চলতি মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিন হ্যাটট্রিকে মোট ২২ গোল হয়ে গেল হলান্ডের।হলান্ডের শেষ গোলটির আগে ও পরে জালের দেখা পান আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য