স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ নভেম্বর: গত রাতে তার হাসপাতালেই থাকার কথা। শুক্রবার যদি ছাড়াও পান, তবু শনিবার সেরি আ-তে কালিয়ারির বিপক্ষে ম্যাচে দেখা যাবে না ৩২ বছর বয়সী ফুটবলারকে।এসি মিলান বিবৃতিতে জানায়, শুরুতে আঘাত বেশ গুরুতর মনে হলেও পরে স্বস্তির খবর মিলেছে স্ক্যানে।
“সকালে অনুশীলনে ধাক্কা লাগার পর মোরাতা গুরুতর ‘ক্রেনিয়াল ট্রমায়’ আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এমআরআই স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আলভারো এখন ভালো অনুভব করছে। এই ধরনের চোটের ক্ষেত্রে চিকিৎসার ধারা অনুযায়ী আপাতত সে হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে।”
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোরাতা। এসি মিলানের ৩-১ গোলের জয়ে সেদিন নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন স্পেনের হয়ে এবার ইউরোজয়ী অধিনায়ক।আতলেতিকো মাদ্রিদ থেকে এই মৌসুমেই এসি মিলানে পাড়ি জমিয়েছেন মোরাতা।