স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চরম গাফিলতির কারণে মৃত্যু হল আট মাসের অন্তঃসত্ত্বার। ঘটনা মঙ্গলবার আইজিএম হাসপাতালে। মৃত অন্তঃসত্ত্বার নাম রূপোমালা চাকমা(২২)। স্বামীর নাম সুরজিৎ মালাকার। স্বামীর জানান, তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মঙ্গলবার আইপিএম হাসপাতালে এসেছিলেন সোনোগ্রাফি করে ডাক্তার দেখানোর জন্য। হাসপাতালে যেতে আসার সাথে সাথে তার স্ত্রী রূপোমালা অসুস্থ হয়ে পড়েন।
সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় ডেলিভারির বিভাগে। সেখান থেকে তাকে পাঠানো হয় জরুরি বিভাগে। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাকে গাইনো বিভাগে যেতে বলে। সাথে সাথে আবার নিয়ে আসা হয় গাইনো বিভাগে। এভাবে এক বিভাগ থেকে অপর বিভাগে যাতায়াত করে আধ ঘন্টার উপর কেটে যায়। কোন চিকিৎসাই পায়নি আট মাসের অন্তঃসত্ত্বা। তারপর কিছুক্ষণ পর রূপোমালা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন চিকিৎসকরা স্বামী সুরজিৎকে জানিয়ে দেয় দেরি হয়ে গেছে।
কিছু করার নেই। মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়ে সুরজিৎ। সুরজিৎ -এর অভিযোগ যদি সময় মতো তার স্ত্রীকে চিকিৎসা হতো তাহলে এভাবে অকালে প্রাণ ঝরে যেত না। তার অভিমত প্রথমেই যদি ডেলিভারি বিভাগে তার চিকিৎসা হতো তাহলে এভাবে মৃত্যু হতো না। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালের মর্গে। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।