Tuesday, May 20, 2025
বাড়িরাজ্যত্রিপাক্ষিক চুক্তির জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় বিজেপি

ত্রিপাক্ষিক চুক্তির জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের উগ্রপন্থার সঙ্গে জড়িত দুটি প্রধান সংস্থা হলো অল ত্রিপুরা টাইগার ফোর্স এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা। বুধবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে উগ্রপন্থার দুটি প্রধান সংস্থা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের উপস্থিতিতে দিল্লিতে এই স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উপস্থিত ছিলেন এন এল এফ টি এবং এ টি টি এফ -এর প্রতিনিধিরাও। যে স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি। এর মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে স্বাক্ষরিত। যার ফলে দীর্ঘ ৩৫ বছর পর স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরে এসে উন্নয়নে যোগ দেবে তারা। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানায় প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি -র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন দীর্ঘ দশক ধরে ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থীর বাড় বাড়ান্ত ছিল। ২০১৪ সালের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর উগ্রপন্থীর সমস্যা সমাধান করার জন্য একের পর এক চুক্তি স্বাক্ষর করে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের সাথে আন্তরিক যোগাযোগ সৃষ্টি করেছেন তিনি।

 যে কারণে উগ্রপন্থী সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে নিরসন করার চেষ্টা করছেন। একই সাথে সব মানুষের জাতি, ভাষা, সংস্কৃতি উন্নয়ন করতে চাইছেন তিনি। প্রধানমন্ত্রী এই চুক্তির জন্য ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। আগামী দিন ত্রিপুরা আরো এগিয়ে যাবে বলো অভিমত ব্যক্ত করেন মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!