Tuesday, May 20, 2025
বাড়িজাতীয়জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু এক সেনা আধিকারিকের

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু এক সেনা আধিকারিকের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ আগস্ট :  জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু এক সেনা আধিকারিকের। সূত্র মারফত খবর পেয়ে বুধবার ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই ক্যাপ্টেন পদ মর্যাদার ওই সেনা আধিকারিকের। সেনা সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টারে আহত হয়েছেন একজন স্থানীয় নাগরিক।

বুধবার ডোডার জঙ্গল এলাকায় চার জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। খবর ছিল সন্ত্রাসবাদীরা শিবগড়-অসসর এলাকায় ঘাঁটি গেড়েছে। নিরাপত্তারক্ষী বাহিনী ওই এলাকা ঘিরে ফেলতেই আচমকা বুলেট বৃষ্টি শুরু হয়। পালটা জবাব দেয় সেনাও। তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ক্যাপ্টেন দীপক সিং নামের এক সেনা আধিকারিকের। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকায় তৈরি M4 অসল্ট রাইফেল। তিনটি রক্ত লাগা বড় ব্যাগ উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে টুকিটাকি জিনিস।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, স্বাধীনতা দিবসকে নজরে রেখে দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, ১৫ আগস্টকে নজরে রেখে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!