Wednesday, January 15, 2025
বাড়িবিনোদনদুম করে বাড়ি বিক্রি করে দিলেন সোনু নিগম!

দুম করে বাড়ি বিক্রি করে দিলেন সোনু নিগম!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   ৩১ জুলাই ২০২৪ :-   হঠাৎ করেই টাকা দরকার বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। টাকা এতটাই দরকার যে, নিজের একটি বাড়ি দুম করেই বিক্রি করে দিলেন সোনু। জানা গিয়েছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি টাকা! তথ্য বলছে, মুম্বইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।

বলিউডে বহু সেলেবরাই রয়েছে। যাঁরা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন। এবং পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। সূত্র বলছে, অ্য়াসেট বাড়াতেই নাকি এমন কাজ করেছেন সোনু। শোনা যাচ্ছে, অন্য একটি জমি ক্রয় করার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সোনু কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য