Sunday, May 25, 2025
বাড়িজাতীয়অন্তর্বাসে লুকিয়ে পাচারের চেষ্টা ৩৩ কেজি সোনা !

অন্তর্বাসে লুকিয়ে পাচারের চেষ্টা ৩৩ কেজি সোনা !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুন: অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচারের সময় মুম্বই থেকে গ্রেফতার দুই বিদেশিনী। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেফতার করেছে শুল্ক বিভাগ। শুল্ক বিভাগ সূত্রে খবর, ওই দুই মহিলা যাত্রীর অন্তর্বাস এবং আসবাবের মধ্যে প্রায় ৩৩ কেজি সোনা লুকোনো ছিল। ওই সোনার বাজারদর প্রায় কুড়ি কোটি টাকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আফ্রিকা থেকে আগত ওই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয় শুল্ক বিভাগের আধিকারিকদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাঁদের তল্লাশি চালানোর সময় ওই সোনা উদ্ধার হয়।

শুল্ক বিভাগের তরফে জানানো হয়েছে, দুই বিদেশিনীর অন্তর্বাসেই সোনা লুকোনো ছিল। উভয়কেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!