স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মে: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার তাঁর ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বে থাকা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন।জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির দুই কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেওয়া হলো।ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের বরখাস্ত প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ (৪৭)। তাঁকে বরখাস্ত করার আদেশ গতকালই জারি করেন জেলেনস্কি।তবে জেলেনস্কির জারি করা আদেশে রাদকে বরখাস্ত করার কারণ উল্লেখ করা হয়নি। অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত এই পদে কাকে বসানো হবে, তা–ও জানানো হয়নি।
গত মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করে, তারা জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ অন্য কর্মকর্তাদের হত্যায় রাশিয়ার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবির কাছে গোপন তথ্য পাচার করার সন্দেহে ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে আটক করার কথাও জানায় এসবিইউ।ইউক্রেনের প্রেসিডেন্টসহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। ২০১৯ সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে বিভিন্ন সময় জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। গত বছর জেলেনস্কি বলেছিলেন, নস্যাৎ করে দেওয়া অন্তত পাঁচ থেকে ছয়টি হত্যার ষড়যন্ত্রের কথা তাঁর জানা আছে।