Sunday, May 18, 2025
বাড়িরাজ্যবিয়ে বাড়ির হোটেলে মারপিট, ভাঙচুর বিয়ে বাড়ির সাজানোর সরঞ্জাম

বিয়ে বাড়ির হোটেলে মারপিট, ভাঙচুর বিয়ে বাড়ির সাজানোর সরঞ্জাম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : বিদ্যুৎ চপলতা ঘিরে জয়নগর স্থিত এক বিয়ে বাড়িতে ক্যাটারিং কর্মীদের মারধর করলো বর পক্ষ। ভাঙচুর করে হোটেলের সাজ সজ্জার উপর। এ বিষয়ে বিস্তারিত জানান বরপক্ষের হাতে মার খাওয়া এক ক্যাটারিং কর্মী। তিনি জানান রবিবার রাতে স্বপ্ননীড় নামে বিয়ে বাড়িতে বিদ্যুৎ চলে যাওয়ার পর খাবার দিতে অসুবিধা হয় বর পক্ষকে।

সে সময় বরপক্ষের মধ্যে কিছু মাতাল যুবক এসে ক্যাটারিং কর্মীকে লাথি মারে। পাশাপাশি সাজসজ্জা নষ্ট করে। সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাতাল যুবকদের আটক না করে বিচারকের ভূমিকা পালন করে। দুই পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি নিয়ে মীমাংসা করে কি বলে জানান। পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান খাবারের পাশাপাশি বিয়ের কাজে ব্যবহৃত কলা গাছ হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। এটা না দেওয়াই ঝামেলা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। তারপর দুই পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। জানা যায় বরপক্ষের বাড়ি রাজধানীর ভট্ট পুকুর কালীটিলা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!