স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : পিতৃ সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে ঝামেলা। শেষ অব্দি দুই ভাই মিলে হত্যা করল মধ্যম ভাইকে। ঘটনা কমলপুর থানার পশ্চিম হালাহালি গ্রামে। নিহত মধ্যম ভাইয়ের নাম সত্যব্রত চৌধুরী। অভিযুক্ত দুই ভাইয়ের নাম সুব্রত চৌধুরী এবং মিঠু চৌধুরী। এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ।
উদ্ধার হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত শাবল। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, বড় ভাই এবং ছোট ভাই দুজন মিলে মধ্যম ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করে রবিবার। শেষ পর্যন্ত বড় ভাই এবং ছোট ভাই সম্পত্তির লোভে মধ্যম ভাই সত্যব্রত চৌধুরীকে শাবল ও রড দিয়ে মারধর করে এদিন। সাথে সাথে উদ্ধার করে আহত সত্যব্রত চৌধুরীকে নিয়ে যায় কুলাই হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। জিবি হাসপাতালে আনার পর রবিবার রাত নয়টার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সত্যব্রত চৌধুরী। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। কান্নায় ভেঙে পড়ে মৃত ব্যক্তির স্ত্রী সহ অন্যান্যরা। অভিযুক্ত দুই ভাইয়ের কঠোর শাস্তি দাবি করে পরিবার পরিজন।