Tuesday, October 22, 2024
বাড়িরাজ্যতৃণমূল কংগ্রেসের শহীদান দিবস

তৃণমূল কংগ্রেসের শহীদান দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদান দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ভবনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদান দিবসে উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা, সহ-সভাপতি নীলকমল সাহা, মহিলা সংগঠনের সভানেত্রী পান্না দে সহ অন্যান্যরা।

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা জানান ১৯৯৩ সালের ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার বিরুদ্ধে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। এবং কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশের গুলিতে ১৩ জন যুবক শহীদ হয়েছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একনায়কতন্ত্রের বিরুদ্ধে নতুন বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। পরবর্তী সময় পশ্চিমবঙ্গের সেই একনায়কতন্ত্রের পরিবর্তন হয়। এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন হয় তৃণমূল কংগ্রেস দ্বারা। তারপর থেকে এই দিনটি উদযাপন করা হয় বলে জানান শান্তনু সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য