Sunday, May 25, 2025
বাড়িখেলাহেন্ডারসন ও মাহরেজও যাচ্ছেন সৌদি আরবে

হেন্ডারসন ও মাহরেজও যাচ্ছেন সৌদি আরবে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ জুলাই: আলোচনায় অগ্রগতির পরই কাল জার্মানিতে নিজেদের প্রথম প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচে জর্ডান হেন্ডারসনকে দলের বাইরে রেখেছিল লিভারপুল। তখনই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন, অ্যানফিল্ডে আর থাকছেন না হেন্ডারসন। সেটিই সত্যি হচ্ছে। সৌদি আরবের প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দিতে যাচ্ছেন লিভারপুল অধিনায়ক। বিবিসি জানিয়েছে, ১ কোটি ২০ লাখ পাউন্ডে হেন্ডারসনকে ছাড়তে নীতিগতভাবে রাজি হয়েছে লিভারপুল। ‘অ্যাড-অনস’ বা আরও কিছু শর্ত মিলিয়ে দামটা আরেকটু বাড়বে। গত সপ্তাহেই আল ইত্তিফাকের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন ৩৩ বছর বয়সী হেন্ডারসন।লিভারপুল অধিনায়কের মতো ঠিকানা পাল্টাচ্ছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। তিনিও যোগ দিচ্ছেন সৌদি আরবের প্রো লিগে। ৩ কোটি পাউন্ডে তাঁকে আল আহলির কাছে ছাড়তে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। জাপান ও দক্ষিণ কোরিয়ায় সিটির প্রাক্‌–মৌসুম সফরে মাহরেজকে নেওয়া হয়নি।

ইতিহাদের ক্লাবটিতে মাহরেজের চুক্তির আরও দুই বছর বাকি। ২০১৮ সালে লেস্টার সিটি থেকে মাহরেজকে ৬ কোটি পাউন্ডে কিনেছিল সিটি। গত মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ে ৪৭ ম্যাচে ১৫ গোল করেন মাহরেজ। তবে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা।কার্লশ্রুরের বিপক্ষে কাল প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচে ৪-২ গোলে জিতেছে লিভারপুল। ক্লাবের সঙ্গেই জার্মানিতে গিয়েছেন হেন্ডারসন। লিভারপুলে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরাতে আরও দুই বছর বাকি। কিন্তু আল ইত্তিফাকে তাঁর যাওয়ার অন্যতম কারণ সম্ভবত স্টিভেন জেরার্ড। লিভারপুলের এই কিংবদন্তি কিছুদিন আগেই আল ইত্তিফাক কোচের দায়িত্ব নেন। তাঁর বহরেই যোগ দেবেন হেন্ডারসন। শুরুতে দুই বছরের চুক্তি করবেন এই ইংলিশ মিডফিল্ডার।

চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। তাঁর পারিশ্রমিকের অঙ্ক নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, লিভারপুলে সপ্তাহে ২ লাখ পাউন্ড পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি পাবেন হেন্ডারসন।২০১১ সালে ২ কোটি পাউন্ডে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দেন হেন্ডারসন। লিভারপুলের হয়ে ৪৯১ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি ৫৮টি ‘অ্যাসিস্ট’ও করেছেন। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল লিভারপুল। সে বছর উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তাঁর অধিনায়কত্বে ৩০ বছর পর ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগও জিতেছে লিভারপুল।

সৌদি আরবের ফুটবলে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় নাম লিখিয়েছেন। করিম বেনজেমা, এনগোলো কান্তে, রুবেন নেভেসরা ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবে। মাহরেজ আল আহলিতে গিয়ে সেখানে সতীর্থ হিসেবে পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে। গতকাল মাহরেজকে আল আহলির কাছে ছাড়তে রাজি হয় সিটি।ইংলিশ ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি দুই শর বেশি ম্যাচ খেলেছেন মাহরেজ। ইলকায় গুন্দোয়ান বার্সেলোনায় যোগ দেওয়ার পর মাহরেজ হচ্ছেন সিটির দ্বিতীয় হাই প্রোফাইল খেলোয়াড়, যিনি ক্লাব বদল করলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!